বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সমান ২৪ টি করে ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ক্লোসা ও মেসি বর্তমানে বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ভাগ করে রেখেছেন। ক্রোয়াটদের বিপক্ষে মাঠ নামলে ক্লোসাকে ছাড়িয়ে লোথার ম্যাথিউসের পাশে বসবেন লিওনেল। তখন, ম্যাথিউসের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন। ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামলেই মেসি গড়বেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
একটি গোল করলেও নতুন রেকর্ড হবে মেসির। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ করেছেন লিওনেল মেসি। তার সমান ১০ টি গোল করে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক গ্যাব্রিয়েল বাতিস্তুতা। একটি গোল করলেই ‘বাতিগোল’-কে টপকে এককভাবে শীর্ষে উঠে যাবেন মেসি।
বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে আছেন লিওনেল মেসি। জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা সবচেয়ে বেশি ১৭ ম্যাচ জিতেছেন। মেসি এখন পর্যন্ত জিতেছেন ১৫ ম্যাচ। বিশ্বকাপ জিতলে ক্লোসার পাশে বসবেন লিওনেল মেসি।