Home আঞ্চলিক সংবাদ খুলনায় পলাশ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনায় পলাশ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

0

এ সময় সৌরভ নামে অপর এক যুবককে কুপিয়ে জখম করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক লবনচরা থানাধীন ভুতের আড্ডা এলাকার বাসিন্দা শিপনের ছেলে।
এলাকাবাসি জানায়, টুটপাড়া এলাকার নুর-আজিম নামে একটি গ্রুপের সাথে পলাশের দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে পলাশ ও সৌরভ তালতলা ক্রস রোডের কাছে আসলে নুর আজিম গ্রুপের সদস্যরা তাদের দেখে তাড়া করে এবং ধাওয়া করে ক্রসরোডের দারা সাহেবের বালুর মাঠে নিয়ে যায়। এক পর্যায়ে দুজনকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে এলাকাবাসি এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করে। অপর যুবক সৌরভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version