আঞ্চলিক সংবাদ খুলনায় বেপরোয়া ইটবোঝাই ট্রলির ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামের চাঁদপুর কলেজের অধ্যক্ষ হয়েছে নিহত। By Pratidinkhulna - October 2, 2022 0 FacebookTwitterPinterestLinkedinEmail রোববার দুপুর ১২টায় রূপসা উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।আলাইপুর সেতুর বাইপাস সড়কে ইটবোঝাই ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে অধ্যক্ষ নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জন্য পাঠানো হয়েছে।