Home আঞ্চলিক সংবাদ খুলনায় সালতা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

খুলনায় সালতা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0

খুলনা ডুমুরিয়ায় সালতা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুমুরিয়া থানা–পুলিশ। আজ রোববার সকাল ৬টার দিকে ডুমুরিয়া উপজেলার ১০ ভান্ডারপাড়া ইউনিয়নের তেলিখালী গ্রামের গেট সংলগ্ন সালতা নদীতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ‘নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। গায়ে কোনো পোশাক ছিল না। পরনে কালো প্যান্ট, ডান হাতের বাহুতে মাদুলি বাঁধা আছে, মাথায় চুল ও মুখে হালকা দাঁড়ি আছে। লাশটি অর্ধগলিত অবস্থায় নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা-পুলিশকে সংবাদ দেয়। বর্তমানে লাশটি থানা–পুলিশ হেফাজতে আছে।’

Exit mobile version