Home আঞ্চলিক সংবাদ খুলনায় চাচাতো ভাইয়ের কোচের আঘাতে এক ব্যক্তি খুন

খুলনায় চাচাতো ভাইয়ের কোচের আঘাতে এক ব্যক্তি খুন

0

খুলনার তেরখাদা উপজেলার আদালত পুর গ্রামে চাচাতো ভাইয়ের মাছ ধরার কোচের আঘাতে বাবুল শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাবুল আদালতপুরের রাইজোল শেখের ছেলে।

বুধবার (৫ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মুকুলের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে বাবুলের। এরই সূত্রধরে সকালে মুকুল কোচ দিয়ে বাবুলের মাথায় আঘাত করে। ঘটনার পর এলাকাবাসী এগিয়ে এলে মুকুল পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় বাবুলকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হত্যাকারীদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে।

Exit mobile version