‘কারাগার’ মুক্তির আগে চলছে প্রচার। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশ হয়েছে ট্রেলার। ২ মিনিট ৩৫ সেকেন্ডের এ ট্রেলারটিতে জমজমাট রহস্যের আভাস মিলেছে। প্রকাশের ২৪ ঘণ্টা পার না হতেই প্রায় দেড় লাখ মানুষ দেখে ফেলেছেন। প্রশংসার পাশাপাশি মন্তব্য বক্সে নতুন কিস্তি নিয়ে নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছেন ৫ শতাধিক দর্শক।
দ্বিতীয় পর্বের ট্রেলার প্রকাশের পর রহস্য আরও ঘনীভূত হলো। ট্রেলারে সেই রহস্যমানবকে কথা বলতে দেখা যায়, সঙ্গে আরও একজনকে দেখা যায়, যার চেহারা হুবহু সেই কয়েদির মতো। তবে আচরণ, পরিধেয়—সবকিছু আলাদা।
অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, এ কে আজাদ সেতু, নওফেল জিসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।