Home আঞ্চলিক সংবাদ খুলনায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আটক

খুলনায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আটক

0

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা থানায় মামলা করলে অভিযুক্ত রেজাউল ইসলাম (২২) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয় ।

তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামে অভিযুক্ত রেজাউল ইসলামের বাড়ি ।
অভিযুক্ত রেজাউল নাটোর পুলিশ লাইনসে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।

তিনি ছুটিতে বাড়িতে এসেছেন। রেজাউলের বাড়ির পাশের ঘেরের পাড়ে সকাল ১১টার ফুল পাড়তে গেলে সে বিভিন্ন ভাবে ফুসলিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
বাড়িতে এসে মেয়েটি সব ঘটনা তার মাকে বলেন ।
শিশুটি বর্তমান হাসপাতালে ভর্তিরত রয়েছে।

Exit mobile version