Home আঞ্চলিক সংবাদ খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

0

ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে লবনচরা থানাধীন ডেসটিনির পরিত্যক্ত মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ইজিবাইক চালকের নাম মো. রাফি ইসলাম। সে তালা উপজেলার শুকদেবপুর তেতুলিযা গ্রামের বাসিন্দা জনৈক আজিজুল ইসলামের ছেলে। খুলনার দৌলতপুর এলাকায় বসবাস করত সে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে ডেসটিনির পরিত্যক্ত মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, মৃত রাফি পেশায় একজন ইজিবাইক চালক। রোববার বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। রাফি যে ইজিবাইক চালতো সেটিরও খোঁজ পাওয়া যাচ্ছেনা। তার শরীরে ধারালো কোন অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

উপ পুলিশ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ইজিবাইক চালক রাফি সাতক্ষীরার বাসিন্দা। সে খুলনার দৌলতপুরে থেকে ইজিবাইক চালাত। রোববার রাতে লবনচরা থানা এলাকার নির্জন জায়গায় ছদ্মবেশী যাত্রী তাকে এখানে নিয়ে আসে। ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়। এরপর নাক ও মুখে রড দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছিলনা। পরবর্তীতে রাফির ব্যবহৃত মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। রাফির বাবা মাকে খবর দেওয়া হয়েছে। তারা খুলনার পথে রয়েছেন বলে তিনি এ জানিয়েছেন।

Exit mobile version