Home আঞ্চলিক সংবাদ খুলনায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

খুলনায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

0

খুলনা: খুলনায় চলন্ত ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে রাজিয়া খাতুন রিনা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রূপসা উপজেলার শিরগাতি এলাকার কেএম হাবিবুর রহমানের স্ত্রী।

সোমবার (০৫ জুলাই) সকাল পৌঁনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুরস্থ একটেল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হঠাৎ ওড়নার একটি অংশ চলন্ত ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশে গলায় ফাঁস লাগে রিনার। এতে তিনি ঘটনাস্থানেই মারা যান।

রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, রাজিয়া খাতুন রিনা সকালে পূর্ব রূপসা ঘাট থেকে ইঞ্জিনচালিত ভ্যানে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে ভ্যানটি একটেল টাওয়ারের সামনে পৌঁছালে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

News Sources: Banglanews24

Exit mobile version