Home আঞ্চলিক সংবাদ খুলনা নগরী‌র দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

খুলনা নগরী‌র দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

0
pratidinkhulna.com
pratidinkhulna.com

বুধবার (৩০ নভেম্বর) দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে খুলনা নগরী‌র দৌলতপুর স্টেশ‌নের কা‌ছে সাগরদাড়ি এক্সপ্রেসের নিচে কাটা পড়েন রুবেল মিয়া (২৫) নামের সেই যুবক।

ট্রেন‌টি তার ওপর দি‌য়ে চ‌লে যায়। ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু যুবকের।

নিহত যুবক নগরীর খালিশপুর হাউজিং স্টেট বাজার ৭ নং ক্যাম্প এলাকার আকবর আলীর ছেলে।

Exit mobile version