বুধবার (৭ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়,ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাজা খানজাহান আলী হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মোস্তফা পাটোয়ারীর দোকান ও গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় ।
এ সময় তিনটি দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি সার্ভিসের এই কর্মকর্তা।