Home আঞ্চলিক সংবাদ খুলনা বিভাগে একদিনে করোনায় ৪৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে একদিনে করোনায় ৪৩ জনের মৃত্যু

0

খুলনা: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৪ জনের।

মঙ্গলবার (২০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (১৯ জুলাই) বিভাগে ৫২ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ৪৪ জনের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু কুষ্টিয়াতে। এছাড়া খুলনায় ৯, যশোরে ৮, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৪ জন করে, ঝিনাইদহ ২, বাগেরহাট, সাতক্ষীরা ও মাগুরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৯৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ হাজার ৩৫৪ জন।
News Sources: https://cutt.ly/lm15w5k

Exit mobile version