হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা সাখাওয়াত হোসাইনকে সভাপতি এবং মুফতি গোলামুর রহমানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) দলের নগর কমিটির প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার (২৭ এপ্রিল) ইসলামপুর জামে মসজিদে মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে এবং মুফতি গোলামুর রহমানের পরিচালনায় হেফাজতে ইসলামের খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া। সভায় সর্বসম্মতিতে মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, সহসভাপতি মাওলানা আসয়াদুল্লাহ, মুফতি আব্দুল হাই, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি ওয়াক্কাস আলী, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরীফ সাঈদুর রহমান, মুফতি জাকির হুসাইন, মুফতি ওয়ালিউল্লাহ মাহমুদ, মাওলানা আবু সালেহ, মুফতি মিরাজ মাহমুদ, জি এম এমদাদুল হক, মুফতি আব্দুস শাকুর যশোরী, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ সাজ্জাদ হোসেন। প্রিন্সিপাল ইমদাদুল্লাহ আজমী, মাওলানা গোলাম মাওলা, মাওলানা হাসিবুর রহমান মাদানী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস জাহানাবাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুল রহমান, মাওলানা আকবর, মাওলানা আসাদুল্লাহ, মুফতি আতাউল্লাহ, মাওলানা নূর আলম, মাওলানা আবু জ্বর, হাফেজ এমদাদুল্লাহ, মুফতি জহিরুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা সিফাতুল্লাহ, মুফতি হাসান জামিল, মুফতি শেখ আব্দুল্লাহ, মুফতি মঈন, মাওলানা নূর হুসাইন, প্রচার সম্পাদক মুফতি মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা আশরাফ।