Home জাতীয় বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধ শুরু

বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধ শুরু

0

সরকারের পদত্যাগ ও গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি- জামায়াত ইসলাম ও সমমনা দলগুলোর তৃতীয় দফা অবরোধ শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী, বুধবার (৮ নভেম্বর) শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত। ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

গত সোমবার দ্বিতীয় দফা অবরোধের শেষ দিন সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফের এক দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে রুহুল কবীর রিজভী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমার আকুল আহ্বান, শত বাধা অতিক্রম করে যেমন কর্মসূচি পালন করে এসেছেন, আবার এই কর্মসূচি পালন করবেন। জনগণকে সঙ্গে নিয়ে পথে পথে বাঁধা দেবেন। শান্তিপূর্ণভাবে অবস্থান করে মহাসড়কে অবরোধ তৈরি করবেন।

দলটির অবরোধ-হরতাল ধরনের আন্দোলন কর্মসূচী শুরু হয় গত ২৮ অক্টোবর থেকে।

Exit mobile version