আধুনিক বিশ্বে নারী-পুরুষ সবাই সমান এটা সকলে জানে কিন্তু আধুনিক বিশ্বে নারীরা অনেক সেক্টরে অনেক বেশি রাজত্ব করছে। নারী উদ্যোক্তা বলতে অনেকে বিভিন্ন পোশাক-আশাক কিংবা গহনা বুটেক্স এ ধরনের ব্যবসা কে ।
কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থায় অনেক নারী আছে যারা নিজেদের সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন । আজ জানবো এমন সব সফল নারী উদ্যোক্তার কথা ।
১. হেলেন গ্রেইনার, সিইও, CyPhy Works
১৯৯০ সালে, গ্রেইনার iRobot তার প্রতিষ্টিত কোম্পানি যা রোম্বা ভ্যাকুয়াম ক্লিনিং রোবট তৈরি করেন ।
সেই কোম্পানিটিকে মিলিটারিদের জন্য হাজারো প্যাকবোট রোবোট তৈরি করেন। গ্রেইনারের নতুন কোম্পানি, CyPhy Works, মিলিটারি এবং বানিজ্যিক উভয় ধরণের রোবট তৈরি করে।
তিনি ড্রোন রোবোট তৈরি করেছেন যারা পিজ্জা ডেলিভারি সহ করবে আরও নানা কাজ
২. ব্রিট মরিন, প্রতিষ্ঠাতা এবং সিইও, ব্রিট + কোং
ব্রিট মরিন প্রযুক্তিশিল্পে- প্রথমে অ্যাপল এ, এরপরে গুগলে। পরে এক বন্ধুর সাথে মিলে শুরু করেন একটি স্বাস্থ্য প্রযুক্তি কোম্পানি।
মরিন সিদ্ধান্ত নেন ব্রিট + কোং শুরু করার, একটি DIY ই-কমার্স সাইট এবং প্লাটফর্ম যা মানুষকে তার সৃজনশীলতার উদ্বুদ্ধ করে।
তার হেড কোয়ার্টার এমন একটি দোকান যেখানে কাস্টমাররা বিভিন্ন প্রজেক্টের উপর কাজ করতে পারেন, ক্লাস নিতে পারেন এবং কারিগরদের তৈরি পণ্য ক্রয় করতে পারেন।
মরিনের বলেন, ‘আমি সত্যিই অনুভব করি জীবন আমাকে ডাকছে মানুষের সৃজনশীল আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে সাহায্য করার জন্য ।
৩. জোডি মিলার, সহ প্রতিষ্ঠাতা এবং সিইও, বিজনেস ট্যালেন্ট গ্রুপ
ফরচুন কভার স্টোরি ‘Get a Life’ লেখার পর ২০০৭ সালে তিনি বিজনেস ট্যালেন্ট গ্রুপ প্রতিষ্ঠাটি তৈরি করেন।
বিভিন্ন কোম্পানির জন্য প্রজেক্ট ভিত্তিতে কাজ করে থাকেন। মিলারের মনে হয়েছে, ফ্রিল্যান্সিং কাজের যুগে প্রজেক্ট ভিত্তিক কাজ একজন মেধাবী মানুষকে তার মত জীবনযাপনের সময় দেয়।
বিজনেস ট্যালেন্ট গ্রুপ কোম্পানি একটি মার্কেট প্লেস সরবরাহ করে যেখানে ৪,০০০ ব্যতিক্রমী কনসাল্টেন্ট কাজ করতে পারেন যারা প্রচলিত কনসাল্টিং সেবার বাইরে কাজ করতে আগ্রহী হয়।
পায়েল কাডাকিয়া, সিইও এবং সহ প্রতিষ্ঠাতা, ক্লাসপাস
ক্লাসপাসের বয়স মাত্র দুই বছর, কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপ থেকে এ পর্যন্ত ৭ মিলিয়নেরও বেশিবার ফিটনেস ক্লাসের জন্য এটি রিজার্ভ হয়েছে।
মাসিক ফি এর বদলে এটি কাস্টমারদের হাজারো বুটিক ফিটনেস ক্লাসে প্রবেশের অনুমতি দেয়।
তিনি মনে করেন প্রত্যেক মানুষের তার সখ এবং সৃজনশীলতার সংস্পর্শে থাকা উচিৎ, তাই করা উচিৎ এই ক্লাসগুলিও।
মাইকেল জেটলিন, সহ প্রতিষ্ঠাতা এবং ইউজার এক্সপিরিয়েন্স এর প্রধান, ক্লাউডফ্লের
সমগ্র পৃথিবীর ওয়েব ট্রাফিক ফ্লো এর ৫% আসে ক্লাউডফ্লের এর নেটওয়ার্ক থেকে। এটি একটি সেবা যা সাইবার আক্রমণ থেকে নিরাপত্তা দান করে।
ক্লাউডফ্লের নেটয়ার্কের এর ওয়েবসাইট, গড়ে দ্বিগুণ গতি সম্পন্ন এবং ৬০ ভাগ কম ব্যান্ডউইথ ব্যবহার করে কাজ করা যায়।
জেটলিন বলেন, ৫০০০ নতুন কাস্টমার এই সেবার জন্য সাইন আপ করেছেন যার মূল্য দিনপ্রতি ১ ডলার।
ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।