নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জন।
এ পর্যন্ত ২২টি মরদেহ স্বজনদের হস্তান্তর হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মসজিদে থাকা ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করা হয় ।
ওইদিন রাত সাড়ে ১২টার দিকে প্রথম মৃত্যু হয় এরপর রাতে, সকালে ও বিকেলে মৃতের সংখ্যা বাঢ়তে থাকে ।
এ খন মৃতের সংখ্যা বেড়ে ২৪ ।
মারা যাওয়া ব্যাক্তিরা হলেন , মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার (৪৮), জুবায়ের (১৮), জয়নাল (৫০), মাইনুদ্দিন (১২), জুয়েল (৭), মো. রাসেল (৩৪), নয়ন (২৭), কাঞ্চন হাওলাদার (৫০), রাসেল (৩৪) ও জয়নাল, মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), বাহার উদ্দিন (৫৫), সাংবাদিক নাদিম ও জুলহাস উদ্দিন (৩০)।
ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), কুদ্দুস ব্যাপারী (৭২), সাব্বির (২১), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮),
চিকিৎসাধীন রয়েছেন-শামীম হাসান (৪৫), মো. আলী মাস্টার (৫৫), মো. কেনান (২৪), নজরুল ইসলাম (৫০), রিফাত (১৮), আব্দুল আজিজ (৪০), মিজান (৪০), হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০), আমজাদ (৩৭) ও মামুন (২৩).
ফরিদ (৫৫), শেখ ফরিদ (২১), মনির (৩০), মো. রাশেদ (৩০), আবুল বাশার মোল্লা (৫১) ।