Home আঞ্চলিক সংবাদ ৯ আগষ্ঠ খুলনায় ১০৫ জন করোনা শনাক্ত।

৯ আগষ্ঠ খুলনায় ১০৫ জন করোনা শনাক্ত।

0

আজ খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ ৯ আগষ্ঠ তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনার ৬২ জন।
খুলনার নমুনা ছিল ২০০ টি।

এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৪৭ জনে।
এবং মৃত্যুবরণ করেছেন ৭২ জন।
মোট সুস্থতার ৩৩৩৭ জন।

বাকিদের মধ্যে বাগেরহাটে ৬, সাতক্ষীরায় ২৯, নড়াইলে ৩, যশোর ২, মাগুরা ২ ও বরিশাল এক জনের করোনা শনাক্ত হয়।

ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।

Exit mobile version