25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

১৬ জুলাই ‘শহীদ দিবস’, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। রোববার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ৮ আগস্ট কোনো দিবস পালিত হবে না।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুর ২টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।

এর আগে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী তিনটি পৃথক পরিপত্র জারি করা হয়। ৮ আগস্ট, ১৬ জুলাই ও ৫ আগস্ট পালন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, ১৬ জুলাই ও ৫ আগস্ট ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে প্রতি বছর যথাযথ মর্যাদায় পালন করবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা।

তবে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির সমালোচনার মুখে পড়ে সরকার। এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের নেতা সারজিস আলমসহ অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও মন্তব্য করেন, ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ৮ আগস্ট নয়, ৫ আগস্টকেই ঘোষণা করা উচিত।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার এ তারিখটিকেই আগে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করলেও পরে তা বাতিল করা হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ