25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ছাত্রদল নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা মৃদুল হাসানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) শাজাহান সিরাজ কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। মৃদুল হাসান ওই কলেজের ছাত্রদল শাখার সভাপতি বলে জানা গেছে।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্রের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে নজরে আনা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। তার কাছ থেকে নকলের কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আটককৃত ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার পর টাঙ্গাইল জেলা বিএনপি ও ছাত্রদল জানায়, কেউ ব্যক্তিগতভাবে অপরাধে জড়ালে সেটির দায় দল নেবে না। বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তা ব্যক্তিগত দায়। আইন তার নিজস্ব গতিতে চলবে।”

তিনি আরও জানান, অভিযুক্ত মৃদুল হাসানকে শোকজ করা হয়েছে এবং তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ