ইরানের শীর্ষ সেনা উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পতন এখন কেবল সময়ের অপেক্ষা। তিনি বলেন, শত্রুরা যদি আরেকটি ভুল করে, তাহলে তা গোটা অঞ্চলে তাদের স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলোকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলবে।
সোমবার (৩০ জুন) তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণসভায় এই মন্তব্য করেন তিনি। বক্তব্যে সাফাভি বলেন, “বড় শয়তান যুক্তরাষ্ট্র ও ছোট শয়তান ইসরায়েল ইরানের ওপর আক্রমণ চালিয়ে তাদের কোনো কৌশলগত লক্ষ্য পূরণ করতে পারেনি। বরং এই হামলার মাধ্যমে জায়োনিস্টদের পতনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।”
তিনি দাবি করেন, সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে শত্রুর অনুরোধে, কিন্তু ইরান এখন তাদের ঘাঁটি, বাহিনী এবং স্বার্থ সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেছে। তার ভাষায়, “আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর সব লক্ষ্যে হামলার জন্য প্রস্তুত। আইআরজিসি’র (ইরানের বিপ্লবী গার্ড বাহিনী) শক্তি শুধু মধ্যপ্রাচ্যে নয়, তার বাইরেও বিস্তৃত।”
সাফাভি আরও বলেন, “শত্রুরা যদি আরেকবার ভুল করে বা হিসাব-নিকাশে ব্যর্থ হয়, তাহলে ইরান ভয়াবহ প্রতিক্রিয়া দেখাবে — যা হবে তাদের জন্য ধ্বংসাত্মক।”
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পরমাণু এবং আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলায় ৯৩০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালিয়ে ইসরায়েলি অধিকৃত অঞ্চলে ২২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই সংঘাতের পর ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বজায় আছে, তবে উভয় পক্ষই রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।