উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে সম্মুখ সারিতে আরও ২৫,০০০ থেকে ৩০,০০০ সৈন্য পাঠাতে প্রস্তুতি নিচ্ছে। সিএনএনের হাতে আসা ইউক্রেনীয় গোয়েন্দা মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই এসব সেনা রাশিয়ায় পৌঁছাবে এবং এর আগে নভেম্বরে পাঠানো প্রায় ১১,০০০ সৈন্যের সঙ্গে যোগ দেবে। ওই সৈন্যরা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলা প্রতিহত করতে সহায়তা করেছিল।
পশ্চিমা কর্মকর্তাদের দাবি, প্রাথমিকভাবে মোতায়েন করা উত্তর কোরীয় সেনাদের মধ্যে প্রায় ৪,০০০ জন নিহত বা আহত হয়েছে। এরপর থেকেই মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
সিএনএন-এর দেখা ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের যুদ্ধ ইউনিটগুলোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম। উত্তর কোরিয়ার এই নতুন সেনা দল রাশিয়া-অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে যুদ্ধ পরিচালনায় অংশ নিতে পারে এবং রাশিয়ার বড় আকারের আক্রমণেও ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার সামরিক বিমানগুলো সৈন্য পরিবহনের উপযোগী করে পুনরায় প্রস্তুত করা হচ্ছে এবং স্যাটেলাইট চিত্রে নতুন সেনা মোতায়েনের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে।