25.7 C
Khulna
Monday, July 7, 2025

ড.মাসুদের সার্বিক সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন জব্বার ও ডালিয়া!

পটুয়াখালীর বাউফলের কাঁছিপাড়া ইউনিয়নের আব্দুল জব্বার (৫৫) দীর্ঘদিন ধরে চোখের ছানিতে ভুগছিলেন। অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ ছিল, যার ফলে প্রিয়জনদের মুখ দেখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। একইভাবে বাউফলের নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ডালিয়া আক্তার (৩৫) চোখের ইভিআইটিস নামক রোগে ভুগছিলেন। তার অবস্থাও ছিল একই রকম—অর্থের অভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না।

২ জুলাই (বুধবার), বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সার্বিক সহায়তা ও প্রচেষ্টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানার তত্ত্বাবধানে তাদের সফল ছানি অপারেশন হয়। শুধু অপারেশনই নয়, পরবর্তী চিকিৎসা, ওষুধ এবং যাবতীয় খরচের দায়িত্বও নেন ড. মাসুদ।

অপারেশন শেষে আব্দুল জব্বার বলেন, “আমার চোখের আলো ফিরেছে, আমি ও আমার পরিবার ড. মাসুদ স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।” ডালিয়া আক্তারও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “অর্থাভাবে যেখানে চিকিৎসাই অসম্ভব ছিল, সেখানে আজ আমি স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি। ড. মাসুদের প্রতি অন্তর থেকে দোয়া থাকবে।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ