চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ইব্রাহিম বাবু (৩০) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। তিনি ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটির কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাবু মাঠে ঘাস কাটতে গিয়ে সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েন। এ সময় হালদারপাড়া বিএসএফ ক্যাম্পের ৩২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে, যাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফ কমান্ডারের ভাষ্য অনুযায়ী, ভারতের ভেতরে প্রায় ২০০ গজ প্রবেশ করা কয়েকজন স্বর্ণ চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।