26.4 C
Khulna
Monday, July 7, 2025

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় কাবুলে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা বিশ্বাস করি, আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের মধ্যকার বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সহায়তা করবে।”

এই উদ্যোগের মাধ্যমে রাশিয়া আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারের স্বীকৃতি দিলো।

এ বিষয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ভিডিও বার্তায় বলেন, “রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত অন্যান্য দেশগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে।” ভিডিওটিতে তাকে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠক করতে দেখা যায়।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করবে। কারণ, তালেবানের শীর্ষ নেতাদের ওপর যুক্তরাষ্ট্র এখনো নিষেধাজ্ঞা বহাল রেখেছে এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিপুল সম্পদও তারা জব্দ করে রেখেছে। ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত এখনো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে।

সূত্র: আল জাজিরা

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ