26.6 C
Khulna
Monday, July 7, 2025

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

৫ জুলাই ২০২৫ ।। প্রতিদিন খুলনা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ এক বছর পর দেশে ফিরেছে কফিনবন্দী হয়ে। তবে প্রিয়জনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা—সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার দুই স্বজন।

শনিবার (৫ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রুবেলের লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুই স্বজন নিহত হন। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

জানা গেছে, মোহাম্মদ রুবেল ২০২৪ সালে পরিবারের দারিদ্র্য দূর করতে এবং নিজের স্বপ্ন পূরণের আশায় সৌদি আরব যান। কিন্তু সেখানে তার প্রবাসজীবন হয়ে ওঠে নির্মম ও বিভীষিকাময়। কর্মস্থলে মালিকের অনুমতি ছাড়াই ক্ষুধার্ত অবস্থায় একটি বার্গার খাওয়াকে কেন্দ্র করে শুরু হয় তার ওপর অমানবিক নির্যাতন। শারীরিকভাবে গুরুতর আহত রুবেল ১৭ জুলাই ২০২৪ সালে মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রুবেলের মৃত্যুর পর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া ও মরদেহ দেশে ফিরিয়ে আনার লড়াই। এক বছরের চেষ্টার পর অবশেষে মরদেহটি বাংলাদেশে পৌঁছায়। কিন্তু সেই লাশবাহী গাড়িতেই ঘটে নতুন এক হৃদয়বিদারক ঘটনা—যাত্রাপথে প্রাণ যায় দুই স্বজনের।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফটিকছড়ির তালুকদার পাড়ায়। পরিবার একদিকে প্রিয়জন হারানোর বেদনায় ভেঙে পড়েছে, অন্যদিকে বাড়ি ফেরার পথেই নতুনভাবে প্রিয়জন হারিয়ে তারা এখন আরও শোকাহত।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ