26.6 C
Khulna
Monday, July 7, 2025

জুলাই বিপ্লব নিয়ে ‌‘কটূক্তি’ করা সেই পুলিশ সদস্য বরখাস্ত

৫ জুলাই ২০২৫ ।। প্রতিদিন খুলনা

কুষ্টিয়ায় ‘জুলাই বিপ্লব’ নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনি নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেলে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লবকে অবমাননা করে একটি পোস্ট দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রসমাজ ক্ষোভে ফুঁসে ওঠে এবং তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। এছাড়া কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

ঘটনার পর মঙ্গলবার রাতে অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং তার ছুটি বাতিল করা হয়। তবে ছুটিতে থাকাকালীনই তিনি ওই পোস্টটি করেন এবং এরপর আর কর্মস্থলে ফেরেননি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

ওসি মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী জানান, রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। ২০২৩ সালের ১৩ জুলাই তিনি কুষ্টিয়া ট্রাফিক বিভাগে যোগ দেন। ছুটিতে থাকাকালীনই তিনি বিতর্কিত ফেসবুক পোস্টটি দেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ