26.4 C
Khulna
Monday, July 7, 2025

এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “বাংলাদেশে এনসিপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।” শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “ব-তে বগুড়া, ব-তে বাংলাদেশ—এই বগুড়াই হবে নতুন বাংলাদেশের রাজনীতির সূতিকাগার। এখান থেকেই এনসিপির রাজনৈতিক পরিবর্তনের যাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “বগুড়ার মানুষ গত ১৬ বছর ধরে দমন-পীড়নের শিকার। অনেকেই ঘরছাড়া হয়েছে, ক্ষেতখামারে রাত কাটাতে বাধ্য হয়েছে। কিন্তু তারা মাথা নত করেনি। সেই সাহসিকতার পথ ধরেই নতুন বাংলাদেশ গড়ে উঠেছে—যা আর কোনো ফ্যাসিস্ট বা চাঁদাবাজ গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে না।”

এনসিপির রাজনীতি বগুড়ায় বাধার মুখে পড়লেও স্থানীয় জনগণ ভয়কে জয় করেছে বলে মন্তব্য করেন আখতার। “এই এলাকার মানুষ প্রতিবাদ করেছে, পরিবর্তনের ডাক দিয়েছে, সংস্কারের দাবিতে এনসিপির সঙ্গে যুক্ত হয়েছে। তারা প্রমাণ করেছে—এনসিপির অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজপথ ও সংসদে এনসিপির আধিপত্য থাকবে। রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বগুড়া।”

আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে অভিযোগ এনে আখতার বলেন, “গুম, খুন, নির্যাতন—এসব মানবতাবিরোধী অপরাধে জড়িত আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার। আমরা এর বিচার চাই। যারা এই দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে বগুড়াবাসী রুখে দাঁড়াবে।”

নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে আখতার বলেন, “পুরনো ব্যবস্থা ভেঙে মৌলিক সংস্কার আনতেই হবে। ক্ষমতার ভারসাম্যের একটি নতুন কাঠামো ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরবে না।”

সভায় আখতার হোসেন নেতা সাকিব মাহাদীর প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “সাকিব মাহাদী ভাই সবসময় বগুড়ার মানুষের পাশে থেকেছেন। ভবিষ্যতেও তিনি প্রস্তুত আছেন। আপনারা কি তার পাশে থাকবেন? ইনশাআল্লাহ, আমরা তার নেতৃত্বে গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ গড়ে তুলব।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ