25.4 C
Khulna
Monday, July 7, 2025

ইন্টারনেট নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে বিজলী আক্তার আমেনা (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার এনায়েতনগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় বিজলীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিজলী কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ইমরান হোসেন বন্দর থানায় আত্মসমর্পণ করেন।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, প্রায় নয় মাস আগে প্রেমের সম্পর্কের পর বিজলী ও ইমরানের বিয়ে হয়। এটি বিজলীর দ্বিতীয় বিয়ে। দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতে ইমরানের মোবাইল ফোনে তার ভাগিনার সঙ্গে কথা বলছিলেন বিজলী। এ সময় ইন্টারনেট ব্যবহারের বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ক্ষিপ্ত হয়ে তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ