26.6 C
Khulna
Monday, July 7, 2025

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি-আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (৬ জুলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন), এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ চার নেতা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাই তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কারের এ ঘোষণায় গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক নেতাকর্মী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব শক্ত অবস্থান নিয়েছে। তবে বহিষ্কৃতদের কেউ কেউ এ সিদ্ধান্তকে ‘একতরফা’ বলে অভিহিত করেছেন, যা দলের অভ্যন্তরীণ মতপার্থক্য আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ