26.9 C
Khulna
Monday, July 7, 2025

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চার নেতাকর্মীর ওপর হামলার মামলায় প্রধান আসামি ও সংগঠন থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে মাহদী ও তার সঙ্গীদের ওপর সশস্ত্র হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে মাহদীসহ চারজন গুরুতর আহত হন। ঘটনার দুই দিন পর, ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন আহত মাহদী। ঘটনার পর থেকেই সাকিব পলাতক ছিলেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজুকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। এরপর রোববার রাতে অভিযান চালিয়ে সেনাবাহিনী মামলার প্রধান আসামি সাকিবকে গ্রেপ্তার করে।

এর আগে, গত ৬ মে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতায় জড়িত থাকা এবং মামলা বাণিজ্যের অভিযোগে এনামুল হক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্যসচিব মাহদীর যৌথ নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা মুখপাত্র রাশেদা বেগম।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, সাকিব বর্তমানে থানায় হেফাজতে রয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ