26.9 C
Khulna
Monday, July 7, 2025

ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিকস সম্মেলন শুরু করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন। ফিলিস্তিন ইস্যুতে তার এ স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে লুলা বলেন, “ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে, তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না।” তিনি আরও বলেন, “যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও একেবারে অগ্রহণযোগ্য।”

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান নিয়ে তিনি বলেন, “সমাধান একটাই—ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা।”

দুই দিনব্যাপী এ ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। সম্মেলনে পশ্চিমা প্রভাব-নির্ভর বিশ্বব্যবস্থার সমালোচনার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির নানা প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট লুলার এমন সুস্পষ্ট বক্তব্য ব্রিকস জোটের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ