29.6 C
Khulna
Friday, August 22, 2025

শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শনিবার (৬ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যায়িত করেন।

সামান্থা লেখেন, “বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’-কেও হার মানাবে।”

তিনি কারবালার প্রেক্ষাপটে বর্তমান সময়ের নির্যাতন ও প্রতিবাদকে তুলে ধরেন। বলেন, “হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে আছে। গাজা থেকে বাংলাদেশ পর্যন্ত, সাম্রাজ্যবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে আজকের প্রতিরোধেও কারবালার আদর্শ অনুপ্রেরণা জোগায়।”

নারী সাহসিকতার উদাহরণ দিয়ে সামান্থা আরও বলেন, “উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস ও হযরত জয়নাব (আ.)-এর মতো নারীদের আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে আত্মমর্যাদাশীল নারীদের অনুপ্রেরণা দেয়। স্বামী, পিতা বা সন্তান হারিয়েও তারা মাথা নত করেননি।”

একজন নির্যাতিত তরুণীর স্মৃতিচারণ করে সামান্থা লেখেন, “যিনি একবার বলেছিলেন, ‘আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে?’ সেই প্রশ্ন আজও আমাদের বিবেককে নাড়া দেয়।”

নারী অধিকারের বিষয়ে তিনি বলেন, “সন্তান হারানো, স্বজন হারানো কিংবা অকাল বৈধব্যের যন্ত্রণা—এই বাস্তবতা থেকে মুক্তি পেতে নারীর নিরাপত্তা ও অধিকারের বিষয়ে নতুন করে ভাবতে হবে।”

সামান্থার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তার বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ কেউ একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অতিরঞ্জিত বলেও মন্তব্য করেছেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ