25.7 C
Khulna
Tuesday, August 26, 2025

স্ত্রীকে হত্যার পর টুকরো টুকরো করে পালিয়েছেন স্বামী

চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে নারীর টুকরো টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে টুকরো টুকরো মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম ফাতেমা আক্তার (২০)। ঘটনার পর থেকে তার স্বামী সুমন (২৫) পলাতক। তিনি পেশায় গাড়িচালক। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পালিয়েছেন স্বামী।

পুলিশ জানায়, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা দেখেন, ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাতেমা আক্তারের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমাকে গলা কেটে হত্যার পর মরদেহ একাধিক টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ