বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৫২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়।