25.4 C
Khulna
Saturday, August 9, 2025

দুঃখ প্রকাশ করলেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বান্দরবান নিয়ে আগে দেওয়া এক বক্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (২০ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, “আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে—জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। বান্দরবান নিয়ে কিছুদিন আগে দেওয়া এক বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

এর আগে একই দিন দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সংগঠনটি অভিযোগ করে, বান্দরবানকে ‘শাস্তির জায়গা’ হিসেবে উল্লেখ করে সারজিস পার্বত্য অঞ্চলের মর্যাদাকে অবমাননা করেছেন। একই সঙ্গে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ছাত্র পরিষদের নেতারা জানান, গত ৩ জুলাই পঞ্চগড়ে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এক বক্তব্যে সারজিস বান্দরবানকে ‘চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিস্বরূপ পাঠানোর জায়গা’ হিসেবে বর্ণনা করেন। তাদের ভাষায়, এই মন্তব্য শুধু আপত্তিকরই নয়, এটি পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার প্রতিফলন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ