হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে থাকবে ৮৭০ আনসার

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এই নামাজে জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালন করবে ৮৭০ জন আনসার।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়।জানা গেছে, ওসমান হাদির জানাজার নিরাপত্তায় থাকবে তিন শ্রেণির আনসার বাহিনী। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও টিডিপি স্বেচ্ছাসেবক। এই তিন শ্রেণির ৮৭০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে। এর বাইরে পরিচালক থাকবে চারজন, ডেপুটি পরিচালক থাকবে সাতজন এবং উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা থাকবে ১২ জন।

সদস্যদের প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালন মো. আইয়ুব আলী বলেন, আজকে ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের ব্যাটালিয়ন আনসার থাকবে ২৭০ জন, অঙ্গীতভূত আনসার থাকবে ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক থাকবে ২০০ জন।

  • শেয়ার করুন