33.7 C
Khulna
Tuesday, August 5, 2025

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা যুবকসহ গ্রেপ্তার ৪

সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের একজন ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার’ ঘোষণা দিয়েছিলেন বলে জানিয়েছে ডিএমপির রমনা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁও এলাকার আবু সফিয়ান (২১) এবং মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের মো. শাকিল মিয়া (১৯)। এদের মধ্যে শাকিল শেখ হাসিনাকে ফেরত আনার ঘোষণা দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে শাকিল বলেছিল, সে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং সচিবালয়ের ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ