33.7 C
Khulna
Tuesday, August 5, 2025

পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে!

কক্সবাজারের টেকনাফে পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় টেকনাফের শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। রশিদ আহমদ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বোরকা পরে নিজ পরিচয় গোপন করে স্থানীয় বাঙালিদের টার্গেট করে অপহরণের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে বোরকা ও পায়ে মোজা পরে ছদ্মবেশ ধারণ করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, শালবাগান চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বোরকা পরা একজনকে সন্দেহ হয়। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এলোমেলোভাবে উত্তর দিতে থাকেন। পরে জানা যায়, তিনি নারী নয়, ছদ্মবেশে থাকা একজন পুরুষ।

তিনি আরও বলেন, বোরকা ও মোজা পরে ওই যুবক ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিলেন। তাকে আটকের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ