ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে অবস্থিত রামন বিমানবন্দরে ইয়েমেন থেকে পরিচালিত ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সংবাদমাধ্যম শাহাব নিউজ এজেন্সি ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সামরিক সূত্র জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল বিমানবন্দরের যাত্রী টার্মিনাল। স্থানীয় গণমাধ্যম ইসরাইল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী টার্মিনালকেই মূল টার্গেট করে ড্রোন আঘাত হানে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কিছু সূত্র।
হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়া উড়ছে। এতে আতঙ্কে পড়ে স্থানীয়রা।
এ বিষয়ে ইসরাইলি বিমানবাহিনীর মুখপাত্রও ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত ইয়েমেনি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।