29 C
Khulna
Wednesday, September 10, 2025

বাগেরহাটে হরতালের সমর্থনে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে জেলাজুড়ে। হরতালের ফলে জেলার সব রুটে দূরপাল্লার ১৬টি অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানও অধিকাংশই বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানীর মোড়, খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা টোলপ্লাজা ঘুরে দেখা গেছে, যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। জরুরি কেনাকাটায় দোকানপাট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

পরিবহন সংকটে যাত্রীদের ইজিবাইক, রিকশা ও ভ্যানে স্বাভাবিকের দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। অফিসগামী যাত্রী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকালে অফিসে যাবো বলে বের হয়েছি। সাধারণত ইজিবাইকে ২০ টাকা ভাড়া দিলেও আজ দিতে হলো ৫০ টাকা। প্রতিদিন যদি এভাবে খরচ বাড়ে, তাহলে জীবনযাপন কঠিন হয়ে পড়বে।”

ক্ষুদ্র ব্যবসায়ী হকার শেখ হৃদয় আহমেদ বলেন, “হরতালের কারণে সকাল থেকে রাস্তায় বসতে পারিনি। দোকানপাট বন্ধ, মানুষের চলাচল কমে গেছে। এতে আমাদের মতো দিন আনা–দিন খাওয়া মানুষের পরিবার চালানো কঠিন হয়ে যাচ্ছে।”

রিকশাচালক মো. কুদ্দুস বলেন, “আজকে ভাড়া বেশি দিতে হচ্ছে। আমাদেরও ঝুঁকি আছে, তবুও যাত্রীদের না নামলে তারা যাবে কীভাবে?”

হরতালকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, জজ আদালত এবং কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

খাগড়াছড়িতে আধাবেলা অবরোধের ডাক

অন্যদিকে মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত তিনটি সংগঠন আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে। সংগঠনগুলো হলো—পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক স্বপন চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবারের এই অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ ও ওষুধ সরবরাহের গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের বাইরে থাকবে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে তবলাপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় ছয়জন আহত হন। পরে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সবশেষ সোমবার হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিল।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ