ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল দখলকৃত নেগেভ ও এলাত

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২৫

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি দখলকৃত অঞ্চলে সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ইউনিট একটি ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এ হামলায় বহু ইসরাইলি বসতি স্থাপনকারী নিরাপত্তার খোঁজে আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

সারি আরও জানান, ড্রোন ইউনিট দুটি পৃথক অভিযান চালায়। এক অভিযানে দুটি ড্রোন ব্যবহার করে এলাত (উম্ম আল-রাশরাশ) সংলগ্ন রামন বিমানবন্দরে আঘাত হানা হয়। অন্য অভিযানে একটি ড্রোন দিয়ে নেগেভ অঞ্চলের আরেকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। তিনি এসব হামলাকে গাজায় ইসরাইলি কর্মকাণ্ড ও ইয়েমেনের ভূখণ্ডে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেন।

হুথি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলি দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীদের জন্য আর কোনো জায়গা নিরাপদ থাকবে না। হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম সম্পর্ক পরিচালক আবদুল্লাহ আল-আহনুমি বলেন, রাজধানী সানার তাহরির স্কোয়ারে বেসামরিক নাগরিকদের ওপর চালানো ইসরাইলি হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তিনি জানান, ভবিষ্যতে হামলার লক্ষ্য হবে সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও বসতি স্থাপনকারীদের সমাবেশ।

ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ আসে মাত্র একদিন পর। বৃহস্পতিবার ইসরাইলি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে ব্যাপক বোমাবর্ষণ চালায়। এতে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৩০ জনের বেশি আহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র এবং হাজম শহরের সরকারি কার্যালয় ধ্বংস হয়।

নাগরিক সুরক্ষা বিভাগ জানায়, তারা হামলার পর অগ্নিনির্বাপণ ও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছে। এছাড়া রাজধানীর স্থানীয় গণমাধ্যমের কার্যালয়ও ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ ইয়েমেনি কর্মকর্তা।

আপনি চাইলে আমি এটিকে আরও সংক্ষিপ্ত আন্তর্জাতিক নিউজ ফরম্যাটে (যেমন সংবাদ সংস্থা স্টাইল) লিখে দিতে পারি। চাইবেন?

  • শেয়ার করুন