প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫
খুলনা নগরীর খালিশপুরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় ১১ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল আহ্বায়ক মাসুদ রানা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের মার্কেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকজন সন্ত্রাসী হঠাৎ করে মাসুদ রানার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”