খুলনা-১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মণ্ডলের ছেলে দীপ্ত মণ্ডল আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:
খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলের ছেলে ও নাশকতা মামলার আসামি দ্বীপ্ত মণ্ডল (৩২) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দাকোপ থানা পুলিশ ওই রাতেই তাকে থানায় নিয়ে আসে।

দাকোপ থানায় গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে দায়ের হওয়া নাশকতা মামলায় দ্বীপ্ত মণ্ডলের নাম উল্লেখ থাকায় রবিবার সকালে তাকে খুলনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সরকার পতনের পর থেকে দ্বীপ্ত মণ্ডল ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

  • শেয়ার করুন