খুলনায় স্টার হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা নগরীর সদর থানার সামনে অবস্থিত স্টার হোটেলের একটি কক্ষ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত তুহিন খুলনার লবণচরা থানার অন্তর্গত মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে যুবকের মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত শেষে জানা যাবে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনার সঠিক কারণ উদঘাটনে হোটেলের কর্মচারী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।

  • শেয়ার করুন