যশোরের শার্শায় পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫

  • শেয়ার করুন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি পেট্রলপাম্প জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে আইনাল জাল-জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নেওয়ার চেষ্টা করছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা। লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজায় ১৭ শতক জমির ওপর ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে তাঁর বাবার মৃত্যুর পর থেকে আনোয়ার হোসেন জাল দলিল তৈরি করে পাম্প দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

তনিমার অভিযোগ, আনোয়ার বিচারকের স্বাক্ষর জাল করে একটি হস্তান্তর চুক্তিপত্র তৈরি করেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন, গত ১৯ সেপ্টেম্বর আনোয়ার ও তাঁর সহযোগীরা পাম্পে প্রবেশ করে ম্যানেজারকে জোর করে বের করে দেন এবং সব কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেন। পুলিশে অভিযোগ করলে তাঁরা পালিয়ে যান। এরপরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখলের হুমকি অব্যাহত রেখেছেন বলে দাবি পরিবারের।

তবে অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ৬ কোটি ৮ লাখ টাকা দিয়ে পাম্প ও জমিটি তিনি ক্রয় করেছেন এবং ১৯৯৯ সাল থেকে এর পরিচালনায় আছেন। তাঁর অভিযোগ, গোলাম কিবরিয়ার স্ত্রী ও সন্তানরা বৈধ দলিল ও চুক্তিপত্র মানছেন না। বরং পেট্রলপাম্প মালিক সমিতি ও পুলিশের সহায়তায় তাঁর কাছ থেকে পাম্প দখল করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

  • শেয়ার করুন