খুলনা মেডিকেলে চারতলা থেকে পড়ে রোগীর করুণ মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে এক অজ্ঞাতনামা (৪৮) ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে (২৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার রেলিংয়ের সিঁড়ি দিয়ে নামার সময় ওই ব্যক্তি হঠাৎ পড়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিকে এর আগে রাত সাড়ে ১২টার দিকে খুলনা রূপসা ব্রিজ টোল প্লাজার পাশ থেকে আজিজুল ও ওসমান নামের দুই ব্যক্তি বিষপান অবস্থায় উদ্ধার করেন। এরপর রাত ১টা ৫৮ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মেডিসিন বিভাগের ৫ নম্বর ইউনিটের (১৯-২০) ওয়ার্ডে রাখা হয়েছিল।

পরবর্তীতে তিনি হেঁটে বের হয়ে অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির দিকে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার ইস্তিয়াক আহমেদ বলেন, হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নেন। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। হয়তো ঘুমের ঘোরে অসতর্কতা বসত তিনি চারতলার সিঁড়ির রেলিং থেকে পড়ে গেছেন। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

  • শেয়ার করুন