খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫

  • শেয়ার করুন

খুলনার শিপইয়ার্ড এলাকায় ভেসে থাকা এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শিপইয়ার্ড ১নং পন্টুনের পাশে মরদেহটি স্থানীয়দের চোখে পড়ে। পরে তারা বিষয়টি নৌপুলিশকে জানায়।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, খবর পেয়ে দুপুর ১টা ৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তবে মৃত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, “ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। মরদেহের শরীরের কিছু অংশে পচন ধরেছে। যুবকের পরনে ছিল সাদা পায়জামা, তবে শরীরের উপরের অংশে কোনো পোশাক ছিল না।”

পুলিশের প্রাথমিক ধারণা, যুবকের মৃত্যু কয়েকদিন আগে হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

  • শেয়ার করুন