খুলনায় জাল টাকার চক্রের হোতা নয়ন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ মো. আব্দুল্লাহ ওরফে নয়ন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর খালিশপুর থানাধীন বঙ্গবাসী রোডের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নয়ন ওই এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বঙ্গবাসী রোড নং-১৯ এর একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে নয়নের শয়নকক্ষ থেকে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরবর্তীতে নয়নকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় খালিশপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • শেয়ার করুন