খুলনায় যুবককে গুলি করে হত্যা চেষ্টা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

খুলনায় রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুলি করার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আহত যুবকের নাম অনিক। তিনি নগরীর কালীবাড়ি এলাকার মন্টু দাশের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ সেখান থেকে অস্ত্র, গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় দু’যুবকের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অপরজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে অনিক মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলে গুলি ছোড়া যুবকটি তার হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

  • শেয়ার করুন