ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বাদ দেওয়ার উদ্যোগে উয়েফা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫

  • শেয়ার করুন

পটভূমি
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে ভোটাভুটি করতে যাচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, নির্বাহী কমিটির ২০ সদস্যের বেশিরভাগই এই সিদ্ধান্তের পক্ষে থাকতে পারেন।

সম্ভাব্য প্রভাব
নিষেধাজ্ঞা কার্যকর হলে ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলগুলো আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এর মধ্যে আগামী বছরের বিশ্বকাপ বাছাইপর্বও রয়েছে, যেখানে ইসরায়েল পুরুষ দল নরওয়ে ও ইতালির বিপক্ষে খেলতে নামার কথা রয়েছে।

ফিফার অবস্থান
ফিফা এখনো স্পষ্টভাবে কোনো অবস্থান জানায়নি। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা বিশ্বকাপ থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাশিয়ার মতো ইসরায়েলকেও আন্তর্জাতিক ক্রীড়া থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সাতজন বিশেষজ্ঞ ফিফা ও উয়েফাকে একই দাবি জানিয়েছেন।

নরওয়ে তাদের ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির আয় মানবিক সহায়তার জন্য ডক্টরস উইদাউট বর্ডারস-এ দেওয়ার ঘোষণা দিয়েছে।

উয়েফা নির্বাহী কমিটি
এই কমিটিতে রয়েছেন ইতালির গাব্রিয়েল গ্রাভিনা, নরওয়ের লিসে ক্লাভেনেস, ইসরায়েলি ফুটবল ফেডারেশনের সভাপতি মোশে জুয়ারেস এবং কাতার সরকারের প্রতিনিধি ও পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি।

সাম্প্রতিক বিক্ষোভ
সম্প্রতি মাক্কাবি তেল আভিভ ও গ্রিসের পিএওকের মধ্যকার ইউরোপা লিগ ম্যাচে গাজার সমর্থনে বিক্ষোভ হয়েছে। সমর্থকেরা মাঠে “গণহত্যা বন্ধ কর” লেখা ব্যানার প্রদর্শন করেন।

  • শেয়ার করুন